ডোনাল্ড ট্রাম্পের লন্ডন সফরের প্রতিবাদে  ১৩ জুলাই বিবিসি অফিসের সম্মুখে বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৩ জুলাইর যুক্তরাজ্য সফর কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে স্ট্যান্ড আপ-টু রেইসিজম এন্ড ইউনাইট এগেইনস্ট ফ্যাসিজম। ১৩ জুলাই শুক্রবার বেলা ২টায় লন্ডনের পোর্টল্যান্ড পেলেসে বিবিসি অফিসের সম্মুখে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং বিকেল ৫টায় ট্রাফালগার স্কয়ারে অনুষ্ঠিত হবে প্রতিবাদ র‍্যালি।
এদিকে এর পরদিন ১৪ জুলাই শনিবার বেলা ২টায় হোয়াইটহলের সম্মুখে অনুষ্ঠিত হবে ইংলিশ ডিফেন্সলীগের ফাউন্ডার কারাবন্দী টমি রবিনসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ। গত ৯ জুন টমি রবিনসনের ১৫ হাজার সমর্থক লন্ডনে মার্চ করে তার মুক্তি দাবী করেছে। মূলত: তাদের মার্চের প্রতিবাদে এটি হবে পাল্টা প্রতিবাদ।
প্রতিবাদ সমাবেশ দুটোতে যোগ দিয়ে তা সফল করার আহবান জানিয়েছেন, বিভিন্ন বর্ণবাদ-বিরোধী সংগঠনের নেতৃবৃন্দ। ৯ জুলাই সোমবার বিকেলে লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার হলে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে নেতৃবৃন্দ এ আহবান জানান।
এতে বক্তব্য রাখেন স্ট্যান্ড আপ-টু রেইসিজম নেতা শীলা ম্যাকগ্রেগার, ইউনাইটেড ইস্ট এন্ড এর সেক্রেটারি গ্লে রবিনস, টাওয়ার হ্যামলেটস ইন্টারফেইথ ফোরামের চেয়ারম্যান অ্যালান গ্রীন, টাওয়ার হ্যামলেটস ইউনিসনের সেক্রেটারি জন ম্যাকলওলীন ও ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টারের ডাইরেক্টর দেলওয়ার খান।
প্রেস বি্রফিংকালে আগামী শনিবার বেলা ২টায় হোয়াইট হলের সম্মুখে বর্ণবাদী টমি রবিনসনের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগদানে আগ্রহীদের ওইদিন বেলা ১টায় পূর্ব লন্ডনের মাইল এন্ড টিউব স্টেশনের সম্মুখে সমবেত হতে অনুরোধ জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে বক্তারা মার্কিন প্রেসিডেন্ট ডেনালড ট্রাম্পকে বিশ্বের শীর্ষ বর্ণবাদী আখ্যা দিয়ে বলেছেন, শান্তিপুর্ণ নগরী লন্ডনে তাকে কিছুতেই আমরা স্বাগত জানাতে পারিনা। ডোনালড ট্রাম্পের এই সফর ইংলিশ ডিফেন্সলীগের মতো বর্ণবাদীদলের সমর্থকদের উস্কানী দিবে। ডোনালড ট্রাম্পের এই সফর আমাদের দেশের শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করে তুলবে । তাই তার এই সফরসুচি বাতিল করতে আমরা সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি।
Advertisement