ড. ফাউসি রাজনীতি করছেন

ব্রিট বাংলা ডেস্ক :: নির্বাচনের কয়েকদিন আগে রাজনীতি করছেন বলে যুক্তরাষ্ট্রের শীর্ষ বিজ্ঞানী ড. অ্যান্থনি ফাউসিকে অভিযুক্ত করেছে হোয়াইট হাউজ। করোনা ভাইরাস মহামারি নিয়ে তিনি এক সাক্ষাতকারে রাজনৈতিক খেলা খেলছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ। করোনা ভাইরাস ইস্যুতে ওয়াশিংটন পোস্টকে ড. অ্যান্থনি ফাউসি বলেছেন, পুরো যুক্তরাষ্ট্র আহত হয়েছে। এ ছাড়া তিনি করোনা ভাইরাস মহামারিতে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রতিপক্ষ জো বাইডেনের অবস্থান মূল্যায়ন করেছেন। জনস হপকিনস হাসপাতালের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত কমপক্ষে ২ লাখ ৩০ হাজার মানুষ মারা গেছেন করোনায়। কমপক্ষে ৯ কোটি মানুষ আক্রান্ত হয়েছেন। অন্য যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত ও মারা গেছেন।

এর মধ্যে শনিবার রাতে ড. অ্যান্থনি ফাউসির সঙ্গে সাক্ষাতকার প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট।

এতে তিনি সতর্কতা দিয়ে বলেন, আপনি যদি শীত মৌসুমের কথা চিন্তা করেন তাহলে দেখবেন সব তারকা ভুল স্থানে অবস্থান করছে। করোনা ইস্যুতে দুই প্রেসিডেন্ট প্রার্থীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জনস্বাস্থ্যের দিক থেকে বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন জো বাইডেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে দেখছেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। তার মধ্যে একটি হলো অর্থনীতি। অন্যটি হলো দেশের সবকিছু খুলে দেয়ার বিষয়। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্যের চর্চা ও আচরণ দ্রুততার সঙ্গে পাল্টে দেয়া দরকার। ড. অ্যান্থনি ফাউসির এমন মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হয়েছে হোয়াইট হাউজে। অভিযোগ করা হয়েছে, এর মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের সমর্থন বাড়িয়ে দিচ্ছেন ফাউসি। হোয়াইট হাউজের মুখপাত্র জুড ডিরি বলেছেন, তার এমন মন্তব্য অগ্রহণযোগ্য এবং সব আদর্শ বা নিয়মের লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের করোনা বিষয়ক টাস্কফোর্সের একজন সদস্য হিসেবে ড. ফাউসি তার উদ্বেগ জানাতে পারেন অথবা নীতি পরিবর্তনের কথা বলতে পারেন। কিন্তু তিনি তা না করে প্রেসিডেন্টের সমলোচনা করাকে বেছে নিয়েছেন। আর সেই সমালোচনা করছেন মিডিয়ায়। তাই তিনি প্রেসিডেন্টের বিরোধী পক্ষের প্রশংসা করে রাজনীতির দিকে ঝুঁকে গেছেন।

Advertisement