ব্রিট বাংলা ডেস্ক :: ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি বিমান ঘাঁটিতে কমপক্ষে এক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ওই দুটি বিমান ঘাঁটি ইরবিল ও আল আসাদে মার্কিন সেনারা অবস্থান করে। ফলে সেখানে কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায় নি। এ বিষয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে। পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে হোয়াইট হাউজ। বুধবার সকালে এ বিষয়ে প্রতিক্রিয়া দেয়ার কথা ট্রাম্পের। তবে তিনি টুইট করেছেন পাল্টা প্রতিশোধ নেয়ার। এ থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার ভয়াবহ এক আশঙ্কা দেখা দিয়েছে।
ওদিকে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইরান। তারা বলেছে, আত্মরক্ষার্থে জাতিসংঘ সনদের ৫১ ধারার অধীনে তারা এ হামলা করেছে। ওদিকে হোয়াইট হাউজের মুখপাত্র স্টেফানি গ্রিশাম এক বিবৃতিতে বলেছেন, ইরাকে মার্কিন স্থাপনায় হামলার বিষয়ে আমরা অবহিত। প্রেসিডেন্টকে এ বিষয়ে জানানো হয়েছে।
পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি করা হচ্ছে। পরামর্শ করা হচ্ছে প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক বিবৃতিতে বলেছে, আমেরিকার সব মিত্রকে হুঁশিয়ার করে দিচ্ছে ইরান। যেসব মিত্র তাদের ঘাঁটি সন্ত্রাসী সেনাদের (মার্কিনিদের) ব্যবহার করতে দিয়েছে, সেটা যেখানেই হোক, সেখান থেকে ইরানের বিরুদ্ধে আগ্রাসী কর্মকা- চালানো হলে, তাকে টার্গেট করবে ইরান। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ টুইটারে একটি বিবৃতি দিয়েছেন। তাতে তিনি বলেছেন, ইরান হামলা চালিয়েছে আত্মরক্ষার্থে। যুদ্ধের পরিস্থিতিকে উত্তেজিত করতে এ হামলার কথা অস্বীকার করেন তিনি। ইরান ওইসব ঘাঁটিকে টার্গেট করেছে যেখান থেকে আমাদের নাগরিক ও সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে কাপুরুষের মতো হামলা চালানো হয়েছে। আমরা কোনো উত্তেজনা বা যুদ্ধ চাই না। কিন্তু যেকোন আগ্রাসনের বিরুদ্ধে আমরা আত্মরক্ষা করবো।
উল্লেখ্য, মঙ্গলবার কেরমান প্রদেশে দাফন সম্পন্ন হয় ইরানে বীর হিসেবে পরিচিত জেনারেল কাসেম সোলাইমানিকে। এর কয়েক ঘণ্টা পরেই ওই ক্ষেপণাস্ত্র হামলা হয়। আল মায়াদিন টেলিভিশন বলেছে, প্রথম রকেট আল আসাদে মার্কিন ঘাঁটিতে আঘাত করার অল্প পরেই ইরবিলে দ্বিতীয় হামলা করা হয়। ওদিকে মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরাক থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার হবে খুব খারাপ একটি কাজ।