তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের ডিনার পার্টি

ব্রিটবাংলা ডেস্কঃ ৮ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনের তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সদস্যদের নিয়ে ফয়সল ইসলাম এর উদ্যোগে এক ডিনার পার্টির আয়োজন করা হয় পূর্ব লন্ডনের আর্ট অফ স্পাইস রেস্টুরেন্টে ৷

তাকওয়া ক্লাবের অন্যতম সদস্য এবং আর্ট অফ স্পাইস রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ফয়সল ইসলাম এর সার্বিক ত্বত্তাবধানে ডিনার পার্টির আয়োজন করা হয় ৷
শেফ ফয়সল ইসলাম ও জুনেদ আহমেদ খাবারের প্রচুর আইটেম তৈরী করে সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা করেন৷
উক্ত ডিনার পার্টিতে উপস্থিত ছিলেন তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের প্রেসিডেন্ট মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সেক্রেটারি ফারুক ফুহাদ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুনেদ আহমেদ, ট্রেজারার মুহাজ্জেম আহমেদ রিবু, স্পোর্টস সেক্রেটারি মুহাম্মদ চান মিয়া, মেম্বারশিপ সেক্রেটারি মোহাম্মদ ফয়সল ইসলাম, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারিনির্বাহী মনসুর আলী তাজ, নির্বাহী সদস্য আয়নুল হক, মোহাম্মদ মুন্না মিয়া প্রমুখ ৷

তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের পক্ষ থেকে ফয়সল, জুনেদ
এবং রেস্টুরেন্টের সকল স্টাফদের অভিনন্দন ও ধন্যবাদ জানান হয় ৷ বিজ্ঞপ্তি

Advertisement