তাপবিদ্যুৎ কেন্দ্রের অর্ধকোটি টাকা ছিনতাই, আটক ৪

ব্রিট বাংলা ডেস্ক : বরগুনার আমতলী-কলাপাড়া আঞ্চলিক মহাসড়কে টিয়াখালী কলেজসংলগ্ন এলাকায় মাইক্রোবাস আটকিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ২টি জনশক্তি কম্পানির প্রায় অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় মাইক্রোবাসচালক আবুবক্করসহ চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান জেপি ট্রেডার্স, এসইডাব্লিউ, আরইডাব্লিউ কম্পানিতে কর্মরত শ্রমিকদের বেতনের আনুমানিক ৯৭ লাখ টাকা প্রিমিয়ার ব্যাংক বরিশাল শাখা থেকে দুপুরে তুলে মাইক্রোবাসযোগে কলাপাড়া পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দিকে যাচ্ছিল। বুধবার বিকেলে পথিমধ্যে আমতলী-কলাপাড়া আঞ্চলিক মহাসড়কে টিয়াখালী কলেজ সামনে ৭/৮টি মোটরসাইকেলযোগে আসা মুখোশপরা সন্ত্রাসীরা একটি বাঁশবোঝাই ভ্যানগাড়ি দিয়ে রাস্তা আটকিয়ে মাইক্রোবাসটি ঘিরে ফেলে। সন্ত্রাসীরা মাইক্রোবাসের পেছন ও পাশ দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কাচ ভেঙে গাড়ি থামাতে বাধ্য করে। এ সময় সন্ত্রাসীরা মাইক্রোবাসের ভেতরে ঢুকে চালক আবুবক্করকে পিটিয়ে আহত করে গাড়ির নিয়ন্ত্রণ নেয়। তারা প্রায় ৩/৪ কিলোমিটার গাড়ি চালিয়ে ভেতরে থাকা জেপি ট্রেডার্সের মালিক জুনু মিয়া (৩৫), তার বড় ভাই জুনায়েদ (৪২), ইপিসি অফিস স্টাফ তারভীর আহম্মেদ (৩৩), আরইডাব্লিউ এর মালিক হোসাইন আহম্মেদ তালুকদার (৩৭), তার পার্টনার জুয়েল ফকির (৩২), এসিডাব্লিউ কম্পানির সুপারভাইজার হুমায়ূন আহম্মেদকে (৪০) পিটিয়ে কুপিয়ে আহত করে। মাইক্রোবাসের মধ্যে ২টি ব্যাগে থাকা ৪৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে খলিয়ান নামক স্থানে রাস্তার পাশে মাইক্রোবাসটি রেখে সন্ত্রাসীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে এক সন্ত্রাসী তার ব্যবহৃত মোবাইল সেটটি মাইক্রোবাসের মধ্যে ভুলে ফেলে যায় বলে পুলিশ জানায়।

এ ঘটনায় বুধবার দিবাগত রাতে সারাসী অভিযান চালিয়ে এ ছিনতাইয়ের সাথে জড়িত থাকার সন্দেহে মাইক্রোবাসের চালক আবুবক্করসহ আরো তিনজনকে থানা পুলিশ আটক করে। আটককৃতদেরকে বরগুনা পুলিশ সুপার মো. মারুফ হোসেন এর উপস্থিতিতে জিজ্ঞাষাবাদ চলছে।

আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, এখন পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। আমরা এ ছিনতাই ঘটনার সাথে জড়িত সন্দেহে মাইক্রোবাসচালক আবুবক্করসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় এনিছি। আটককৃতদের জিজ্ঞাষাবাদ চলছে।

Advertisement