তুমুল যুদ্ধের মাঝেই ইউক্রেন যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী!

জনমত ডেস্ক: যুদ্ধের মধ্যেই ইউক্রেনকে সমর্থন জানাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সেখানে বিমানে করে যেতে পারবেন কি না তা নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছে পরীক্ষা করে দেখতে বলেছেন। বরিস জনসন যদি তা কিয়েভে যান তাহলে তা হবে কয়েক ঘন্টার এক ঝটিকা সফর। ডেইলি মেইলবরিস কিয়েভে যেতে পারলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন।তবে বরিসের কিয়েভ সফর শুধুমাত্র ইউক্রেনের প্রতি সংহতি প্রদর্শন না কি এ সফর থেকে তিনি অতিরিক্ত কিছু অর্জন করতে পারবেন তাও পরীক্ষা করে দেখছে ব্রিটেনের শীর্ষ কর্মকর্তারা। বরিসের সম্ভাব্য কিয়েভ সফরে তার নিরাপত্তা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।টুইটে কিয়েভের মেয়র জানিয়েছেন অনবরত রুশ ক্ষেপণাস্ত্র ও বোমা আঘাত হানছে শহরটিতে। আবাসিক ভবন, শপিংমল কিছুই বাদ যাচ্ছে না।

Advertisement