তুরস্কে জিম্মায় মার্কিন পারমাণবিক বোমা নিরাপদ আছে: ট্রাম্প

ব্রিট বাংলা ডেস্ক :: তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটিতে থাকা অর্ধশত মার্কিন পারমাণবিক বোমা নিরাপদ রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এমন এক সময়ে তিনি এই মন্তব্য করেছেন, যখন সিরিয়ায় তুর্কিশ অভিযান নিয়ে দুই ন্যাটো মিত্রের মধ্যে টানাপোড়েন চলছে। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য জানা গেছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, এরদোগানের অভিযান আমাকে বিস্মিত করেনি। কারণ তিনি বহুদিন থেকে এমন একটি অভিযান চালানোর কথা বলে আসছিলেন। দীর্ঘ সময় ধরে সীমান্তে সেনা বাড়িয়ে আসছিলেন তুর্কি প্রেসিডেন্ট।

‘কুর্দিরাও ফেরেস্তা না’ বলে তাদের অবমাননা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সিরিয়ায় আইএসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ছিলেন কুর্দিশ ওয়াইপিজি যোদ্ধারা।

যে কারণে দেশের ভেতরে নিজ দল রিপাবলিকানদেরও সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প।

তুর্কিশ অভিযানের আগে এরদোগানের সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি তাকে কোনো সবুজ-সংকেত দিইনি। বরং সবুজ-সংকেতের বিপরীতেই ছিলাম।

‘ফোনালাপের পর তাকে একটি চিঠি লিখেছি, খুবই শক্তিশালী চিঠি,’ দাবি ট্রাম্পের।

Advertisement