দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে অলআউট করলো বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ৩৬৭ রানে অলআউট করে দিল বদলে যাওয়া বাংলাদেশ। পেসার খালেদ দারুণ লাইন লেন্থে বোলিংকরে একাই তুলে নিয়েছেন চার উইকেট। মেহেদী মিরাজ পেয়েছেন তিন উইকেট। আর দুটি উইকেট পান এবাদত হোসেন।

শুক্রবার (১ এপ্রিল) ডারবান টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনেই অলআউট হয়েছে প্রোটিয়ারা। দ্বিতীয় দিনের শুরুতেই প্রোটিয়া শিবিরে জোড়া আঘাত হানেন খালেদ আহমেদ। আগের দিনের অপরাজিত ব্যাটার কাইল ভেরেইনকে দিনের পঞ্চম ওভারে আউট করেন তিনি। খালেদের ফুল লেংথ ডেলিভারির লাইন মিস করে এলবিডব্লিউ হন ভেরেইন। তার ব্যাট থেকে আসে ২৮। পরের বলেই মালডারকে স্লিপে মাহমুদুল জয়ের ক্যাচে পরিণত করেন খালেদ। মালডার রানের খাতা খোলার সুযোগ পাননি। তবে তৃতীয় বল নতুন আসা ব্যাটার কেশভ মহারাজ খেলার চেষ্টাই করেননি। ফলে হ্যাটট্রিক হয়নি খালেদের। ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে সাউথ আফ্রিকাকে ব্যাকফুটে ঠেলে দেন এই পেইসার।খালেদের জোড়া আঘাতের পর উইকেট আগলে ধরে দলকে এগিয়ে নেয়ার মিশনে নামেন বাভুমা ও মহারাজ। কিন্তু সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতে তাকে ফিরতে হয় মিরাজের শিকার বনে। পরের ওভারের প্রথম বলেই এবাদত সাজঘরের পথ দেখিয়ে দেন মহারাজকেও। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ১৯ রান।এরপর টাইগার বোলারদের দেখেশুনে খেলতে থাকেন সাইমন হার্মার ও লিজাড উইলিয়ামস। খেলতে থাকেন মাটি কামড়ানো শট। সেই সঙ্গে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। দলকে পার করান ৩৫০ রানের কোঠা। শেষ পর্যন্ত ৩৬৭ রানেই থেমে যায় প্রোটিয়াদের ইনিংসের চাকা।বাংলাদেশের ইনিংস শুরু করতে ব্যাটিংয়ে নেমেছেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম।

Advertisement