জোহানেসবার্গের ইস্টরেন্ডের ডিপসলোট এলাকায় এ ঘটনা ঘটে।
শাহাদাত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বেপারীপাড়ার এস্তেফাজ উদ্দীনের ছেলে।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমডি জুনাইদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার জানিয়েছে, জোহানেসবার্গের ইস্টরেন্ডের ডিপসলোটে শাহাদাতের বড় ভাই রুবেলের দোকান রয়েছে। ভাইয়ের ব্যবসার সময় দিতে গত জানুয়ারিতে সেখানে যান শাহাদাত।
বাংলাদেশ সময় গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে তিন-চারজন সশস্ত্র ডাকাত ওই দোকানে ঢুকে লুটপাট করে।
ডাকাতি করে চলে যাওয়ার সময় তারা শাহাদাতকে লক্ষ্য করে গুলি করে। পরে বড় ভাই রুবেল ও অন্য প্রবাসীরা গুলিবিদ্ধ শাহাদাতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
Advertisement