দক্ষিণ সুনামগঞ্জে হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার ৫

সিলেট অফিস :: দক্ষিণ সুনামগঞ্জ হরিপুর গ্রামে আনোয়ারা বেগম হত্যাকান্ডের ঘটনায় জড়িত মূল আসামীদেরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান হাওলাদারের নেতৃত্বে ও এএসআই জাহাঙ্গীর আলম ভূইয়াসহ জয়নগর বাজার এলাকা থেকে পলাতক আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- হরিপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের পুত্র তালেব আলী (৬০) মৃত শের আলীর ছেলে শাহাব উদ্দিন (২৫), মৃত আব্দুল মতলিবের ছেলে জামাল উদ্দিন (৪৫), মৃত মনফর আলীর ছেলে আতিকুর রহমান (৩৪) ও আব্দুল জলিলের পুত্র মুসলিম উদ্দিন (৩০)।

গ্রেফতারকৃতদের শনিবার বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আসাদুজ্জামান হাওলাদার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সকাল ১০ টায় হরিপুরে দুই পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ হলে তালেব আলীর পক্ষে মৃত ফয়জুর রহমানের স্ত্রী আনোয়ার বেগম ঘটনাস্থলে নিহত হন।

Advertisement