দক্ষিন সুরমার-মোগলাবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্ট

Britbangla24

সিলেটের দক্ষিন সুরমার-মোগলাবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে ইফতার পার্টির অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পূর্বলন্ডনের ক্যাফেগ্রীল রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাষ্টের সভাপতি এম এ মতিন, পরিচালনা করেন যুগ্মভাবে- সাধারন সম্পাদক সিরাজুল আমিন নান্নু ও যুগ্মসম্পাদক আব্দুস শহীদ।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার কাউন্সিলার মতিনুজ্জামান, কাউন্সিলার দীপা দাস, কাউন্সিলার আসমা আক্তার।

মাহে রমজানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা মাওলানা শাহ মিজানুল হক।

আরো বক্তব্য রাখেন উপদেষ্টা নজরুল ইসলাম,মহিউদ্দিন আলমগীর,সহ সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ,অফিস সম্পাদক জিয়াউল ইসলাম প্রমুখ।
মোগলাবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্ট দেশে থাকা অসহায় এতিমদের সাহাযার্থে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়।

সে লক্ষে এ প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। এছাড়াও রমজান উপলক্ষে প্রায় ৩০০ পরিবারকে খাবার ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করেছে।

ভবিষ্যতে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

বৃটেনে ছড়িয়ে থাকা মোগলাবাজার বাসীদের এ ট্রাষ্টের সদস্য হওয়ার আহবান জানান।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন শাহ এনামুল হক। আলোচনা শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Advertisement