দিল্লির মুসলিমরা বলছেন বেছে বেছে তাদের ওপর হামলা হচ্ছে

ব্রিট বাংলা ডেস্ক :: ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ এখন গুরুতর চেহারা নিচ্ছে। এতে পুলিশ সহ বেশ কিছু মানুষ হতাহত হয়েছে। আইনের সমর্থক ও বিরোধীদের মধ্যে সোমবার থেকে শুরু হওয়া এ সংঘর্ষে আহত হয়েছে শতাধিক লোক, বহু বাড়িঘর ও দোকানপাটে আগুন দেয়া হয়েছে।

এলাকার মুসলিমরা বিবিসিকে বলেছেন, সোমবার রাতে মুসলিমদের ওপর বেছে বেছে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা তাদের জয় শ্রীরাম ধ্বনি দিতে বলে মারধোর করেছে। তারা বলছে প্রশাসন তাদের পক্ষে না থাকায় তাদের মনে ভয় ঢুকে গেছে।
এলাকা ঘুরে দেখেছেন বিবিসির সংবাদদাতা। তার পাঠানো ভিডিও।
Advertisement