ব্রিট বাংলা ডেস্ক :: দিল্লির কৃষক আন্দোলনকে কেন্দ্র করে এক নারী পরিবেশকর্মীর গ্রেফতার নিয়ে তীব্র ক্ষোভ জন্ম নিয়েছে ভারতে।
দিশা রবি নামে বেঙ্গালুরুর বাসিন্দা এই তরুণীকে কৃষক আন্দোলনের সমর্থনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিশোরী গ্রেটা থুনবার্গের ‘টুলকিট’ ব্যবহারের দায়ে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
পরিবেশ আন্দোলনের নিরলস এ কর্মীর গ্রেফতারের ঘটনায় তোলপাড় গোটা ভারত।
সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। এটিকে গণতন্ত্রের ওপর নজিরবিহীন আক্রমণ বলে অভিহিত করেছেন তিনি।
শনিবার দিশাকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করে দিল্লি নিয়ে আসে দিল্লি পুলিশের সাইবার অপরাধ দমন শাখা।
তার বিরুদ্ধে অভিযোগ, কৃষি আইনের বিরুদ্ধে গত তিন মাস ধরে বিক্ষোভরত কৃষকদের সহায়তার উদ্দেশ্যে একটি দলিল তৈরি এবং বিতরণ করেছেন তিনি।
খালিস্তানি আন্দোলনকারীদের তৈরি ওই টুলকিট সম্পাদনা করে ছড়িয়ে দিয়েছিলেন দিশা।
পুলিশ বলছে, ‘প্রটেস্ট টুলকিট’ নামে পরিচিতি পাওয়া ওই দলিলটি তৈরি এবং বিতরণের পেছনের মূল ষড়যন্ত্রকারীদের অন্যতম হচ্ছেন দিশা রবি।
এ অভিযোগ অস্বীকার করে এনডিটিভিকে দিশা বলেছেন, টুলকিট তিনি তৈরি করেননি। শুধু দুটি লাইন সম্পাদনা করেছিলেন।
দিশাকে গ্রেফতারের ঘটনায় ভারতের অধিকাংশ রাজনৈতিক দল, পেশাজীবী ও মানবাধিকারকর্মীরা প্রতিবাদে সরব হয়েছে।
দিশার মুক্তির দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের আইনজীবী ও কমলার বোনের মেয়ে মীনা হ্যারিস।
ভারত সরকার কেন বারবার আন্দোলনকারীদের নিশানা করেছে, সেই প্রশ্ন তিনি তুলে তিনি দিশার মুক্তির দাবি জানিয়েছেন।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমসহ অনেক নেতাই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।