দুটি হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত সালিহ : Westminster car crash: Suspect appears in court

ব্রিটবাংলা ডেস্ক : ব্রিটিশ পার্লামেন্টের সামনে নিরাপত্তা বেষ্টনির ভেতরে গাড়ি চাপায় হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছেন সুদানি অরিজিন ব্রিটিশ নাগরিক সালিহ হাতার।

সোমবার তাকে ওয়েস্টমিনষ্টার ম্যাজেস্ট্রিট কোর্টে হাজির করা হয়। গাড়ি চাপায় পথচারী এবং পুলিশ হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাকে। তবে তার বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ আনা হয়নি। যদিও পুলিশ হামলার ধরনকে সন্ত্রাসী হামলা চেষ্টা হিসেবেই বিবেচনা করছে।

২৯ বছর বয়সী সালিহ বার্মিংহ্যামের বাসিন্দা। গত ১৪ অগাস্ট সকালে ব্রিটিশ পার্লামেন্টের সামনে নিরাপত্তা বেস্টনির ভেতরে গাড়ি দুর্ঘটনা ঘটায় সে। এর আগে সাইকেল চালক, পথচারীদের চাপা দেয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছিলেন।

সালিহ হাতার সুদানি অরিজিন। বার্মিংহ্যামের হাইগেইট স্টীটের বসবাস করেন। আগামী ৩১শে অগাস্ট অল্ডবেইলি আদালতে তাকে আবার হাজির করার কথা রয়েছে।

 

A man accused of attempted murder after a car crashed outside the Houses of Parliament has appeared in court.

Salih Khater, 29, is alleged to have swerved his car into cyclists and pedestrians before driving towards police and crashing into a barrier.

Three people were injured in the incident on 14 August, which is being treated by prosecutors as terrorism.

Mr Khater, from Birmingham, appeared at Westminster Magistrates Court charged with two counts of attempted murder.

A UK national originally from Sudan, Mr Khater is charged with one count of attempting to murder persons outside Parliament and a second count of attempting to murder police officers.

Police said his case was being treated as terrorism due to the location, methodology and alleged targeting of civilians and police officers.

Mr Khater, of Highgate Street, was remanded in custody. His next court appearance will be at the Old Bailey on 31 August.

Advertisement