দেশে ফিরলেন ছয় ক্রিকেটার-স্টাফ

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে আজ বিকেলে ঢাকায় ফিরেছেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফসহ ছয়জনের একটি দল।
সদ্য শেষ হওয়া এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হারে টাইগাররা। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে তামিম ইকবালের দল।
এর আগে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ থেকে ঢাকায় ফিরেন মাত্র দু’জন সাপোর্ট স্টাফ। তারা হলেন- ব্যাটিং কোচ জেমি সিডন্স এবং ফিজিও বায়েজিদুল ইসলাম। বাংলাদেশে পৌঁছে সে দিনই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হন সিডন্স।
আজ ঢাকায় পৌঁছা ছয়জনের দলে দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ । একই ফ্লাইটে অন্য দুই সহযোগী স্টাফের সাথে আরও ছিলেন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট এবং অপারেশন ম্যানেজার নাফিস ইকবাল।
জানা গেছে, পরিবারের সাথে ছুটি কাটাতে আগামীকাল ভোরেই অস্ট্রেলিয়া উড়ে যাবেন ম্যাকডারমট।
তবে আগামীকাল (বৃহস্পতিবার) বাংলাদেশে ফিরবেন দলের বেশিরভাগ খেলোয়াড়ই। একই ফ্লাইটে থাকবেন লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মাহেদি হাসান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
একমাত্র খেলোয়াড় হিসেবে পরে দেশে ফিরবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বিসিবি সূত্র জানিয়েছে, বাংলাদেশে আসার আগে লন্ডনে কিছু দিন সময় কাটাবেন তামিম।

Advertisement