দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কার্বন নির্গমন সবচেয়ে কম হতে পারে এ বছর

ব্রিট বাংলা ডেস্ক : করোনা ভাইরাসে কার্যত স্থবির হয়ে পড়েছে বিশ্বের অর্থনীতি। দেশে দেশে জারি রয়েছে লকডাউন। বন্ধ রয়েছে অজস্র কারখানা। এমতাবস্থায়, চলতি বছর কার্বন ডাই অক্সাইড নির্গমনের হার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বনিম্ন হতে পারে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। বিশ্বজুড়ে কার্বন নির্গমন পর্যবেক্ষণকারী বিজ্ঞানীদের সংগঠন গ্লোবাল কার্বন প্রজেক্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।
গ্লোবাল কার্বন প্রজেক্টের প্রধান রব জ্যাকসন বলেছেন, গত বছরের তুলনায় চলতি বছর কার্বন ডাই অক্সাইডে নির্গমনের হার ৫ শতাংশ কম হতে পারে। এমনটা হলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই সবচেয়ে কম কার্বন নির্গমন দেখবে বিশ্ব। তিনি বলেন, বিগত ৫০ বছরের মধ্যে সোভিয়েত ইউনিয়নের পতন বা তেল সংকট বা ঋণ সংকটের সময়েও এতটা কম কার্বন নির্গমন দেখা যায়নি।
ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাঙ্গলিয়ার জলবায়ু বিষয়ক বিজ্ঞানী করিনে লে কুয়েরে বলেন, এ ধরনের হ্রাস কাঠামোগত পরিবর্তনের জন্য হবে না। বিশ্বজুড়ে লকডাউন শেষ হলেই নির্গমনের হার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে।

জ্যাকসন জানান, ২০০৭-২০০৮ অর্থনৈতিক মন্দার পর কার্বন নির্গমনের হার ৫.১ শতাংশ বেড়ে গিয়েছিল। চীনের ক্ষেত্রে এমনটা দেখা গেছে। সেখানে চলতি বছরের শুরুতে কারখানা বন্ধ থাকায় কার্বন নির্গমনের হার আনুমানিক ২৫ শতাংশ নিচে নেমে এসেছিল। কিন্তু কারখানা চালু হওয়ার পরপরই তা আবার আগের অবস্থায় ফিরে গেছে।

Advertisement