টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদের প্রথম বছর পূর্ণ করেছেন মেয়র জন বিগস। ২০১৮ সালের ৩রা মে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে দ্বিতীয় দফায় টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি। একই সঙ্গে লেবার পার্টির ৪২ জন কাউন্সিলর নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদের প্রথম বছর পূর্তি উপলক্ষে মেয়র জন বিগস বারাবাসীর উদ্দেশ্য একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। মেয়র জন বিগসের পুরো বক্তব্য শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
বার্তায় মেয়র জন বিগস বলেছেন, ২০১৮ সালের কাউন্সিল নির্বাচনের ফলাফল সত্যিকার অর্থেই ছিল একটি টার্নিং পয়েন্ট। এর মাধ্যমে বারার সব এলোমেলো ভাবনাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবার বার্তা দিয়েছিলেন জনগন।
Advertisement