নতুন ঠিকানায় লন্ডন ট্রাডিশন

ব্রিটবাংলা রিপোর্ট : কুইন্স এওয়ার্ড বিজয়ী বাঙালী মালিকানাধীন ব্রিটিশ মূলধারার প্রতিষ্ঠান লন্ডন ট্রাডিশন নতুন ঠিকানা পেয়েছে। হ্যাকনি থেকে লন্ডন ট্রাডিশনের অফিস এবং ফ্যাক্টরি ওয়ালথামস্টোর সাউথ উডফোর্ডে স্থানান্তরিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার কোম্পানীর পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্যে লন্ডন ট্রাডিশন গ্রুপের মামুন চৌধুরী। নতুন ঠিকানায় তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কমিউনিটির সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। ওয়ালথামস্টোর নতুন অফিস থেকে লন্ডন ট্রাডিশন গ্রুপের লন্ডন ট্রাডিশন ফাউন্ডেশন, ক্যারেট চেইস কার হায়ার, জে এম এন্ড সংন্স ইনভেস্টমেন্ট এবং চার্চিল ডাফল কোম্পানী তাদের ব্যবসা ও অফিয়াল কাজকর্ম পরিচালনা করবে। এ সময় টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ সংক্ষিপ্ত বক্তব্যে লন্ডন ট্রাডিশন গ্রুপের সাফল্য কামণা করেন।


উল্লেখ্য হবিগঞ্জের কৃতি সন্তান মামুন চৌধুরী এবং গার্মেন্টস শিল্পে অভিজ্ঞ রব হউসনের হাত ধরে ২০০১ সালে যাত্রা শুরু করে লন্ডন ট্রাডিশন। একুশ শতকের ব্রিটিশ ঐতিহ্যবাহী ডাফল কোট তৈরী করে ইউকে ও ইউরোপের বাজারে বেশ জনপ্রিয়তা অর্জন করে লন্ডন ট্রাডিশন। এর স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল ট্রেইডসের জন্যে ২০১৪ সালে ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে কুইন্স এওয়ার্ড লাভ করে লন্ডন ট্রাডিশন।

Advertisement