ব্রিট বাংলা পোস্ট : অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস ভ্যাকসিন ৭৬ শতাংশ কার্যকরি। যুক্তরাষ্ট্রে চালানো পরীক্ষার ওপর ভিত্তি করে নতুন এক বিশ্লেষণের পর এমন দাবি করলো কোম্পানিটি। এর আগে ভ্যাকসিন সংক্রান্ত পুরোনো তথ্য ব্যবহারের জন্য সমালোচনার মুখে পড়েছিল অ্যাস্ট্রাজেনেকা। যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা অ্যান্থনি ফাউচিও এ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন। তবে নতুন বিশ্লেষণে পাওয়া তথ্য পূর্বেকার তথ্যের থেকে খুব বেশি আলাদা নয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সোমবার প্রকাশিত তথ্যে দাবি করা হয়েছিল যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ৭৯ শতাংশ কার্যকরি। তবে এতে সাম্প্রতিক তথ্য যুক্ত না থাকায় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের সমালোচনার মুখে পড়তে হয় অ্যাস্ট্রাজেনেকাকে। কোম্পানিটি যদিও দাবি করে আসছে, করোনার তীব্র আক্রমণের বিরুদ্ধেও এটি কার্যকরি।
এটি মৃত্যুর ঝুঁকিও কমিয়ে আনে। তাই এটিকে অন্য ভ্যাকসিনগুলোর থেকে কম কার্যকরি হিসেবে দেখতে নারাজ ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ উইলিয়াম শাফনার। যুক্তরাষ্ট্রে এই ভ্যাকসিন দ্রুতই অনুমোদন পাওয়ার আশা করেন তিনি।
অ্যাস্ট্রাজেনেকার সাম্প্রতিক রিপোর্ট বলছে, এই ভ্যাকসিন ৬৫ বছরের বেশি বয়স্কদের মধ্যে ৮৫ ভাগ কার্যকরি। পূর্বের রিপোর্টে যা ছিল ৮০ ভাগ। নতুন এই তথ্য প্রদান করা হয়েছে স্বাধীন ভ্যাকসিন পর্যালোচনা কমিটি ও তথ্য নিরাপত্তা পর্যালোচনা বোর্ডের কাছে। সামনের সপ্তাহগুলোতে এ নিয়ে আরো পর্যালোচনা চলবে বলে জানানো হয়েছে।