নতুন শনাক্ত আড়াই হাজারের বেশি, মৃত্যু আরো ৪৪ জনের

ব্রিট বাংলা ডেস্ক :: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৬১৭ জন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৫৫৭ জনে।

গত ২৪ ঘণ্টায় মোট ১৩১৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে সব মিলিয়ে করোনায় মোট শনাক্ত হলো এ পর্যন্ত ২ লাখ ৬৯ হাজার ১১৫ জন।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে মহামারি শুরুর পর পাঁচমাসের বেশি সময় ধরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত টিভি বুলেটিন চালানোর পর ১১ই অগাস্ট সেটি বন্ধ করে দেয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৮২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জন।

যারা গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১৩ নারী।

Advertisement