নতুন স্টুডিওতে যাত্রা শুরু করেছে চ্যানেল এস (ভিডিওসহ)

ব্রিটবাংলা রিপোর্ট : নতুন স্টুডিওতে কার্যক্রম শুরু করেছে ইউকে ও ইউরোপের বাঙালী কমিউনিটির জনপ্রিয় চ্যানেল- চ্যানেল এস।

ওয়ালথামস্টোর ক্লিফোর্ড রোডের সেই পুরনো বিল্ডিংয়ে আর নেই চ্যানেল এস। প্রায় ১৪ বছর আগে এই ভবনে যাত্রা শুরু করে চ্যানেল এস। তবে পুরনো ভবনের পাশেই কমিউনিটির কাছে অতি পরিচিত ‘এস ব্যাঙ্কুইটিং হলে’ নতুন স্টুডিওতে স্থানান্তরিত হয়েছে চ্যানেল এস।

Processed with MOLDIV

গত ১৬ ফেব্রুয়ারী, শুক্রবার নব নির্মিত স্টুডিওতে লাইভ অনুষ্ঠান ও সংবাদ প্রচারের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে সর ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায় পুরনো স্টুডিও‘র।

চ্যানেল এস‘র ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল- আশা প্রকাশ করছেন, নতুন স্টুডিও‘র মাধ্যমে চ্যানেল এস‘ আরো এগিয়ে যাবে ডিজিটাল জগতে।

এ নিয়ে চ্যানেল এসের সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল একটি সুন্দর এবং তথ্যবহুল রিপোর্ট করেছেন। ব্রিটবাংলার পাঠকের জন্যে ইব্রাহিম খলিলের রিপোর্টটি এখানে তুলে দেওয়া হল। নীচের লিঙ্কে ক্লিক করলে রিপোর্টটি দেখতে পাবেন।

Advertisement