নবজাতক মৃত্যুতে এনএইচএস এর ৮শ হাজার পাউন্ড জরিমানা

নটিংহাম ইউনিভার্সিটি হসপিটাল এনএইচএস ট্রাস্টে জন্মের ২৩ মিনিট পরেই মারা যায় নবজাতক উইন্টার অ্যান্ড্রুস। এই শিশুর সঠিক চিকিৎসা এবং পরিচর্যা দিতে ব্যর্থ হয় কুইন্স মেডিক্যাল সেন্টারের মেটারনিটি ওয়ার্ড। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ব্যর্থতা স্বীকার করেছে। ক্ষতিপূরণ হিসাবে হাসপাতালকে ৮শ হাজার পাউন্ড জরিমানা করেছেন আদালত। মাতৃত্বকালীন চিকিৎসা ও সেবা দিতে ব্যর্থ হওয়ার ফৌজদারি অপরাধের দায়ে এই জরিমানার আদেশ দেয়া হলো। মেটারনিটি কেয়ারে ব্যর্থতার জন্য ব্রিটেনে এটিই সর্বোচ্চ জরিমানার ঘটনা। নটিংহাম ইউনিভার্সিটি হসপিটাল এনএইচএস ট্রাস্টকে বিচারের মুখোমুখি করে ইংল্যান্ডের স্বাস্থ্য বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা কেয়ার কোয়ালিটি কমিশন। এনএইচএস ট্রাস্টের মাতৃত্বকালীন সেবা নিয়ে ব্যাপক ভিত্তিক একটি তদন্ত চলাকালেই আদালতের নতুন এই রায় এলো।

ঘটনার সূত্রপাত ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর। তীব্র ব্যাথা অনুভব করার পর সেদিন নটিংহাম কুইন্স মেডিক্যাল সেন্টারের লেবার ওয়ার্ডে যান ৪০ সপ্তাহের গর্ভবতী সেরা অ্যান্ড্রুস। কিন্তু তাঁকে সেদিন পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। তাঁকে এরোমা থেরাপি অয়েল ধরিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয় এবং বলা হয়, বাথ নিতে। ৪ দিন পর ১৪ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। নটিংহাম করোনারস কোর্টের শুনানিতে বলা হয়, সেরা অ্যান্ড্রুস যখন হাসপাতালে আসেন, তখন হাসপাতালের মেটারনিটি ওয়ার্ড খুব ব্যাস্ত ছিল। শিফট পরিবর্তনের সাথে সাথে অন্য স্টাফদের কাছে সেরা অ্যান্ড্রুস এর পেশেনট হিস্ট্রি হস্তান্তর করা হয়নি। সেরা অ্যান্ড্রুস যখন প্রথমবার হাসপাতালে আসেন, তখনই তাঁর মধ্যে লেইবারের সকল লক্ষণ ছিল, কিন্তু তাঁর ভুল ডায়াগনোসিস করে জানানো হয়, তখনও তাঁর ব্যাথা একেবারে প্রাথমিক পর্যায়ে। ১৫ সেপ্টেম্বর সিজারিয়ান সেকশনে জন্ম হয় উইন্টার অ্যান্ড্রুস এর। কিন্তু মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ কমে যাওয়ার কারণে জন্মের ২৩ মিনিট পরেই মারা যায় উইন্টার অ্যান্ড্রুস। এক বছর পর ২০২০ সালের অক্টোবরে এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, আরও আগে হাসপাতালের স্টাফরা ডেলিভারি করালে উইন্টার অ্যান্ড্রুসকে বাঁচানোর সুযোগ ছিল।নটিংহাম ইউনিভার্সিটি হসপিটাল এনএইচএস ট্রাস্টের চিফ এক্সিকিউটিভ শুক্রবার উইন্টার অ্যান্ড্রুস এর পিতা-মাতার কাছে ক্ষমা চেয়ে বলেছেন, এই ঘটনা থেকে তাঁরা শিক্ষা গ্রহণ করেছেন।নটিংহাম ইউনিভার্সিটি হসপিটাল এনএইচএস ট্রাস্টের সেবার মান উন্নয়নের ধারাবাহিক চেষ্টার পরও ২০২০ সাল থেকে এখনও এই হাসপাতালের মেটারনিটি ওয়ার্ডের সেবার মান ‘ইনএডিকোয়েট’ রেখেছে নিয়ন্ত্রক সংস্থা কেয়ার কোয়ালিটি কমিশন।মিস্টার এবং মিসেস অ্যান্ড্রুস এর জীবনের গল্প শুনে অনেকেই কষ্ট পাবেন। কিন্তু উইন্টার অ্যান্ড্রুস এর পিতা-মাতাই বোঝেন সন্তান হারানোর বেদনা।

Advertisement