ব্রিট বাংলা ডেস্ক :: পুলিশের ওপর হামলার ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নবনির্বাচিত কাউন্সিলর শাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে পুলিশের বিশেষ শাখার এক উপপরিদর্শককে মারধরের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আজ দুপুরে তাকে গ্রেপ্তার করে খিলগাঁও থানা পুলিশ।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, মামলা করার পর শাখাওয়াত হোসেনকে রাজধানীর তালতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Advertisement