নববর্ষকে স্বাগত জানাল লন্ডন : প্রধানমন্ত্রী ও লেবার লিডারের শুভেচ্ছা

ব্রিটবাংলা ডেস্ক : কঠোর নিরাপত্তা বেষ্টনীতে লন্ডনে নিউ ইয়ারকে স্বাগত জানানো হয়েছে। সেন্ট্রাল লন্ডনে থেমস নদীর তীরে নতুন বছরের আতশবাজি উপভোগ করতে প্রায় ১শ হাজার দর্শক টিকিট কিনেন বলে ধারণা করা হচ্ছে। রাত ১২টায় বিগবেনের ঘন্টাধ্বনি বাজার সঙ্গে সঙ্গে ১২ মিনিটব্যাপি লন্ডনের আকাশ আলোকিত করছে প্রায় ১০ হাজার আতশবাজি। অন্যদিকে এডিনবারায় নতুন বর্ষবরণের স্ট্রীট পার্টিতে প্রায় দেড়শ হাজার মানুষ অংশ নেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বৃটিশ জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী টেরিজা মে। প্রায় ৪ মিনিট ৪৯ মিনিটের ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ব্রেক্সিট আলোচনার অগ্রগতি জানানোর পাশাপাশি নতুন বছরে দেশের অর্থনীতি, হাউসিং, শিখ্যাসহ বিভিন্ন খেত্রে আরো ব্যাপক উন্নতি সাধন হবে বোলে আশা প্রকাশ করেন।

অন্যদিকে লেইবার পার্টির লিডার জেরেমি করবিন ১ মিনিট ৪০ মিনিটের ভিডিও বার্তায় দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি বিদায়ী বছরে সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন। নতুন বছর ২০১৮ সাল বৃটিশ রাজনীতিতে নতুন মাত্রা যোগ কোরবে বোলে আশা প্রকাশ করেন জেরেমি করবিন।

Advertisement