নবম অধিবেশনের প্যানেল সভাপতি যারা

ব্রিট বাংলা ডেস্ক :: শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন। প্রতি অধিবেশনের ন্যায় এবারও অধিবেশনের শুরুতে ৫ জন প্যানেল সভাপতি মনোনয়ন দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ বেলা ১১ টায় অধিবেশনের শুরুতেই স্পিকার কার্যপ্রণালী বিধির ১২(১) বিধি অনুসারে একাদশ জাতীয় সংসদের নবম এবং চলতি বছরের চতুর্থ অধিবেশনের জন্য সভাপতির নাম ঘোষণা করেন। অগ্রবর্তিতা অনুসারে তারা স্পিকার ও ডেপুটি স্পিকারে অনুপস্থিতিতে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন। এবারের অধিবেশনের প্যানেল সভাপতি হলেন- পটুয়াখালী-২ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন, খুলনা-৫ এর সংসদ সদস্য নারায়ন চন্দ চন্দ, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য সংসদের বিরোধী দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, গাজীপুর-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

স্পিকার বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে উপস্থিত সভাপতি মন্ডলীর মধ্যে তালিকায় যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন।

Advertisement