নর্থাম্পটনে ঈদ বাজার জমে উঠেছে

এহসানুল ইসলাম চৌধুরী শামীম : রমজানের শেষ দিকে নর্থাম্পটনে ঈদের বাজার জমে উঠেছে। গরম উপেক্ষা করে দোকানগুলোতে  ভীড় জমাচ্ছেন ক্রেত্রারা। দোকানে রয়েছে বিভিন্ন ডিজাইনের কাপড়ের বিপুল সমাহার। ঈদ আর নতুন পোশাককে ঘিরে শিশুদের আনন্দের শেষ নেই। সেই আনন্দকে ছড়িয়ে দিতে পোশাক, জুতা, জুয়েলারী সহ নানা সমাহার এনেছে দোকানিরা। নর্থাম্পটনের ঈদ বাজারের এসেছে নানা ধরনের পোশাক।
বেনারশী শাড়ী বেশী বিক্রি হচ্ছে বলে  ব্রিট বাংলাকে জানিয়েছেন রাজন শপের মালিক ফয়ছল আহমদ।
বেনারশী শাড়ী ২৫ থেকে ৬৫  পাউন্ড, কাতান ২৫ থেকে ১৫০, সুতি ২৫ থেকে ৪০,  জেজেজ ২০ থেকে ১৮০, নেট২৫ থেকে ৬০ পাউন্ডে বিক্রি  হচ্ছে।
পাঞ্জাবি ১০ থেকে ৯৫ পাউন্ড করে বিক্রি  হচ্ছে। টুপি ২ থেকে ১৫ পাউন্ড করে বিক্রি  হচ্ছে।
বেবি পোশাক  ১০ থেকে ৫৫ পাউন্ড করে বিক্রি  হচ্ছে।
জুয়েলারি  ৩ থেকে ৫৫ পাউন্ড করে বিক্রি  হচ্ছে।
ঈদের কেনা কাটায় যেন উতসবের রং লেগেছে।শিশু কিশোর সহ সব বয়সী মানুষের ভীড়।
দেশী পোশাকের পাশাপাশি রয়েছে ভারতীয় পোশাকের সমারোহ।বাহারী রংয়ের কারুকাজ আর নজর কারা ডিজাইনের কারনে খুব সহজে এ সব পোশাক আকূষট করছে ক্রেত্রাদের।।
পাচ বছরের শিশু শাজমিন ইসলাম চৌধুরী লাবিবা ব্রিট বংলাকে বললো ঈদের কাপড় কিনছি খুব ভালো লাগের।
বেচা কেনা ভালো হওয়ায় দারুন খুশী ব্যবসায়ীরা।ব্যবসায়ী সুমন বলেছেন, এবার খুব ভাল বিকি হচ্ছে। এদিকে নর্থাম্পটনে বেশ কয়েকটি মানি ট্রান্সফার ঘুরে দেখা গেছে ঈদ উপলল্কে বাংলাদেশে তাদের আতিয় সজনদের কাছে অর্থ  পাঠাচ্ছেন।মানি ট্রান্সফার গুলোতে ও ভীড় দেখাগেছে।

Advertisement