নর্থাম্পটনে ক্যারম লীগ শুরু

এহসানুল ইসলাম চৌধুরী শামীম : বিপুল উতসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে ব্রিটেনের নর্থাম্পটনে প্রথম বারের মতো “নর্থাম্পটন ক্যারাম বোড লীগ ২০১৯ শুরু হয়েছে। রোববার রাতে নর্থাম্পটনে লাজিজ রেষ্টুরেন্ট এ ক্যারাম লীগ শুরু হয়েছে। এতে ১০টি দলের অংশ গ্রহন করে।


বেশ আনন্দের সাথে আগত খেলোয়াড়দের প্রতিযোগিতায় অংশ নিতে দেখা গেছে। তরুন খেলোয়াড় আফজল বললেন, আমরা সব সময় ভালো খেলা সকলকে উপহার দিতে চাই।আমি আর আমার পার্টনার আকবর আলীকে সাথে নিয়ে সব খেলায় জয় লাভ করে চ্যাম্পিয়ন হতে চাই।


উক্ত ক্যারাম লীগ আয়োজন করেছিলেন কামরান আলী।তিনি বলেন, আমি প্রথম বারের মতো লীগ শুরু করলাম।আগামীতে আরো বড় আকারের লীগ শুরু করবো ইনশাআল্লাহ। আগামী রমজানের আগেই লীগ শেষ করবো ইনশাআল্লাহ।
ক্যারাম খেলার প্রতি আগ্রহ বাড়ছে প্রবাসী বাংলাদেশীদের।
বিপুল সখ্যক ক্রীড়ামোদী দর্শক ও খেলোয়াড়ের উপস্থিতে মুখর ছিল লাজিজ রেষ্টুরেন্ট। এ ধরনের ক্যারাম লীগ প্রতি বছর আয়োজন করবেন বলে আশাবাদী আয়োজকরা।

Advertisement