এহসানুল ইসলাম চৌধুরী শামীম:
নর্থাম্পটন আওয়ামীলীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার নর্থাম্পটনের ইস্টার্ন বালতি রেষ্টুরেন্টে আয়োজিত এ ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট আবদুর রউফ।
সেক্রেটারি বাবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কভেন্ট্রী আওয়ামী লীগের সভাপতি মোকাদ্দছ আলী, বেডফোর্ড আওয়ামী লীগের সভাপতি আজিব উল্লাহ ও বেডফোর্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান,আবদুর কাদির, সাবেক কাউন্সিলর ইউসুফ মিয়া, নর্থাম্পাটন আওয়ামীলীগের সহসভাপতি মখলিছ মিয়া, সহসভাপতি জামাল উদ্দিন, সহ সভাপতি মাইন উদ্দিন,যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠিন সম্পাদক আখলাক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর, ট্রেজারার আবদুল কাদির, সাবেক ছাত্রলীগ নেতা তাহের আহমদ চৌধুরী, শাহজাহান আহমদ সাজা ও ফরহাদ হোসেন, শাহজাহান মিয়া, কমিউনিটি নেতা আফতাব আহমদ , মজিব আলী, কয়েস মিয়া, সেলিম আহমদ, সহ অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ কমিউনিটির গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য শীৰ্ষক আলোচনা শেষে সমগ্র মুসলমানদের সুখ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।