ব্রিট বাংলা ডেস্ক :: ভারত কথা দিয়েছে এনআরসি বা নাগরিকপঞ্জি বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে না। এ অবস্থায় আসামে এনআরসি থেকে বাদ পড়া ১৯ লক্ষাধিক মানুষকে নিয়ে কি করা হবে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে তা জানতে চেয়েছেন কংগ্রেসের সিনিয়র নেতা পি চিদাম্বরম। তিনি জানতে চেয়েছেন অনিশ্চয়তা, উদ্বেগ নিয়ে এবং নাগরিক ও মানবাধিকার বঞ্চিত হয়ে কতদিন থাকবে এসব মানুষ। পি চিদাম্বরম বর্তমানে একটি দুর্নীতির মামলায় তিহার জেলে বন্দি। তিনি সোমবার ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি এসব প্রশ্ন উত্থাপন করেছেন। সাবেক এই কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, এসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য তার দেশ। তার পক্ষে তার পরিবার টুইট করেছে। বলা হয়েছে, চিমাদম্বরম বলেছেন, যদি এনআরসি আইনগত প্রক্রিয়া হয় তাহলে যাদের নাগরিকত্ব বাতিল ঘোষণা করা হয়েছে সেই ১৯ লক্ষাধিক মানুষের আইনগত প্রক্রিয়া কি হবে।
এতে আরো বলা হয়, এনআরসি প্রক্রিয়া বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে না এ বিষয়টি যদি বাংলাদেশকে নিশ্চিত করা হয় তাহলে কতদিন এই ১৯ লক্ষাধিক মানুষের বিষয় টেনে বেড়াবে ভারতের আসাম রাজ্য। যদি আমরা মহাত্মা গান্ধীর মানবিকতাবোধকে সেলিব্রেট করি তাহলে এসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য আমরা।