ব্রিটবাংলা ডেস্ক : ব্রিটিশ-ইরানিয়ান নাগরিক নাজনীন জাঘারি রেটক্লিফকে স্থায়ীভাবে মুুক্তি দিতে ইরান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এক টুইট বার্তায় এই আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী বরিস বলেছেন, তাকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে ইংল্যান্ডে তার পরিবারের কাছে ফেরত পাঠানো উচিত।
ইরানের কারাগারে ৫ বছর সাজাভোগের পর রোববার তাকে মুক্তি দিয়েছে ইরান সরকার। গত বছর করোনা মহামারী শুরু হওয়ার পর তাকে কারাগার থেকে তেহরানে নিজের বাড়িতে গৃহবন্দী রাখা হয়। এখান থেকেই রোববার পায়ের ট্যাগ খুলে নাজানিনকে মুক্তি দেওয়া হয়। তবে তার স্বামী রিচার্ড রেটক্লিফ জানিয়েছেন, নাজানিন জাঘারিকে রোববার মুক্তি দিলেও অন্য একটি মামলায় তাকে আবার কোর্টে হাজির হতে সমনজারি করেছে ইরানের আদালত। ২০১৫ সালে লন্ডনে ইরানিয়ান এম্বেসির সামনে একটি বিক্ষোভে অংশ নেওয়ার নতুন অভিযোগে তাকে আগামী রোববার আবার ইরানের আদালতে হাজির হতে বলে জানিয়েছেন নাজানিনের স্বামী।
৪২ বছর বয়সী নাজানিন জাঘারিকে ২০১৬ সালে এপ্রিলে ইরানের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছিল ইরান সরকার। একমাত্র মেয়েকে নিয়ে তখন পিতামাতাকে দেখতে ইরান সফরে গিয়েছিলেন তিনি। তখন কন্যার বয়স এখন ৬ বছর। যদিও প্রথম থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন নাজানিন জাঘারি রেটক্লিফ। তিনি লন্ডনে স্বামীর সঙ্গে হ্যাম্পস্টেড এন্ড কিলবার্ন এলাকায় বসবাস করেন। এই এলাকার লেবার দলীয় এমপি টিউলিপ সিদ্দিক ২০১৬ সালের এপ্রিলে নাজানিন জাঘারিকে গ্রেফতারের পর থেকেই তাকে মুক্তি দেওয়ার জন্যে ক্যাম্পেইন করে আসছেন। এমপি টিউলিপ সিদ্দীক জানিয়েছেন, নাজানিনকে মুক্তি দেওয়া হলেও তার ব্রিটিশ পাসপোর্ট এখনো ফিরিয়ে দেয়নি ইরান সরকার।