ব্রিটবাংলা ডেস্কঃবিশিষ্ট সমাজসেবী জনাব নাজিম উদ্দীনের মাতার ইন্তেকালে জামেয়া দেউল গ্ৰাম মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকে’র শোক প্রকাশ।
জামেয়া দেউল গ্ৰাম মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ ইউকে’র সভাপতি হাফিজ মাওলানা শামসুল হক সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রাহমান কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ এক যুক্ত বিবৃতিতে দেউল গ্ৰামের বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী নাজিম উদ্দিনের মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন মহান রাব্বুল আলামীন তাকে যেন জান্নাতুল ফেরদৌস উঁচু মাকাম দান করেন ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য গত ১৬জানুয়ারি লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
গতকাল বাদ জোহর ইষ্ট লন্ডন মসজিদে জানাজা শেষে লন্ডনের একটি কবর স্থানে সম্পন্ন করা হয়।
Advertisement