নিউক্যাসলে মুসল্লিদের উপর গাড়ি : Six people were injured

ব্রিটবাংলা রিপোর্ট : নিউক্যাসলে একটি স্পোর্টস সেন্টারের বাইরে ফুটপাতের উপর গাড়ি চাপায় ৩ শিশুসহ ৬ পথচারি আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। পথচারীদের উপর গাড়ি তুলার অভিযোগে এক মহিলাকে আটক করা হয়েছে।

Processed with MOLDIV
Processed with MOLDIV
Processed with MOLDIV
Processed with MOLDIV
Processed with MOLDIV

ঈদের দিন সকাল ৯টা ১৪ মিনিটের দিকে ওয়েস্টগেইট স্পোর্টস সেন্টারের বাইরে এই ঘটনা ঘটে। এই সেন্টারে নিউক্যাসল সেন্ট্রাল মস্ক ঈদের নামাজের আয়োজন করেছিল। স্থানিয় এক মুসল্লি ব্রিটবাংলাকে জানিয়েছেন, ঈদের নামাজ থেকে ফেরার পথে নিয়ন্ত্রন হারিয়ে ফুটপাতের উপর গাড়ি তুলে দেন এক মুসলিম মহিলা। গাড়ি চাপা দেবার অভিযোগে ৪২ বয়সী ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা সন্ত্রাস সংশ্লিষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।  তবে ঘটনাক আসল রহস্য উদঘাটনের জন্যে কাজ করে যাচ্ছে নর্থাম্বরিয়া পুলিশ।

২৯ দিন সিয়াম সাধনা শেষে রোববার পবিত্র ঈদ উল ফেতর উদযাপন করছেন ইউকের মুসলিম কমিউনিটি। ঘটনার সময় ওই সেন্টারে ঈদের নামাজ আদায়ের জন্য কয়েকশত মুসল্লি ছিলেন।

উল্লেখ এর আগে নর্থ লন্ডনে তারাবি শেষে ঘরমুখি মুসল্লিগের ভেন চাপা দিয়েছিল এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী। সেই ঘটনায় বাঙালি মকরম আলি নিহত হন

 

Six people were injured when a car ploughed into pedestrians outside a sports centre in Newcastle.
It happened at about 09:14 BST outside Westgate Sports Centre where an event was taking place to celebrate Eid.
Northumbria Police said inquiries were ongoing to establish exactly what happened, but it was not believed to be terror-related.
A 42-year-old woman was arrested and is being questioned in police custody, police said.
Hundreds of people were at the event to mark the end of Ramadan.#Source#BBC#

Advertisement