নিজেকে সফল অধিনায়ক মনে করেন না মাশরাফি

ব্রিট বাংলা ডেস্ক :: দুই দফায় বাংলাদেশকে নেতৃত্ব দিলেন সাড়ে পাঁচ বছর। মাশরাফি বিন মুর্তজার অধীনে ২০১৪ সাল থেকে বদলে যেতে শুরু করে বাংলাদেশের ক্রিকেট। মাশরাফির নেতৃত্বগুণে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। বাংলাদেশ ক্রিকেটে সেরা সময়টা কাটায় মাশরাফির নেতৃত্বেই।

৮৮ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ৫০টিতেই জিতিয়েছেন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল এবং ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। ঘরের মাঠে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। এসব পরিসংখ্যান বলে দিচ্ছে মাশরাফি বাংলাদেশের ইতিহাসের সফলতম অধিনায়ক। কিন্তু মাশরাফি বলছেন ভিন্ন কথা।

তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে নিজেকে সেভাবে মূল্যায়ন করি না। এক কথায় বলতে পারেন গড়পড়তা।’
শুধু পরিসংখ্যান দিয়ে অধিনায়ক মাশরাফির সাফল্য বিচার করলে সেটা পূর্ণতা পাবে না। দুঃসময়ে দলের হাল ধরার পর মাশরাফির অসাধারণ নেতৃত্ব গুণে আমূল বদলে গিয়েছিল বাংলাদেশ দল। সদ্য সাবেক অধিনায়ক মাশরাফি সেটা মুখে না বললেও তাকে বাংলাদেশের সেরা অধিনায়ক হিসেবেই মনে রাখবে দেশের ভক্ত-সমর্থকরা।

Advertisement