নিরাপত্তা পরিষদে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র

ব্রিট বাংলা ডেস্ক :: ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা সম্প্রসারণের এক প্রচেষ্টায় হেরে গেছে যুযক্তরাষ্ট্র। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বনেতাদের একটি সামিটে বসার প্রস্তাব দিয়েছেন। তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের সব রকম অবরোধ ফিরিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্রের যেসব হুমকি, তা মোকাবিলায় বিশ্ব নেতাদের এ সম্মেলনের প্রস্তাব দিয়েছেন পুতিন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির প্রস্তাবের ওপর ভোট হয় শুক্রবার। এর বিরোধিতা করে রাশিয়া ও চীন। উল্লেখ্য, ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে ২০১৫ সালে সম্পাদিত পারমাণবিক চুক্তির অধীনে আগামী অক্টোবরে এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে। শুক্রবারের ভোটে ফ্রান্স, জার্মানি ও বৃটেনসহ এগারটি সদস্য দেশ ভোটদানে বিরত ছিল।

তবে মার্কিন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে শুধু ওয়াশিংটন ও ডমিনিক প্রজাতন্ত্র। কিন্তু নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব পাস করাতে ব্যর্থ হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার পক্ষে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে নিরাপত্তা পরিষদ। তাদের এমন কর্মকান্ড অমার্জনীয়। তবে ভোটের পর চীনা রাষ্ট্রদূত ঝাং জুন বলেছেন, এই ভোট আবার দেখিয়ে দিয়েছে যে, একতরফা সিদ্ধান্তের পক্ষে কোনো সমর্থন নেই। অন্যকে দাবিয়ে রাখার চেষ্টা ব্যর্থ হবে।
এখন ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা আবার ফিরিয়ে আনতে পারে যুক্তরাষ্ট্র। তা করতে হলে তাদেরকে আশ্রয় নিতে হবে বারাক ওবামা আমলের সেই পারমাণবিক চুক্তির ওপর, যা বাতিল করেছেন প্রেসিডেন্ট ডনাল্টড ট্রাম্প ২০১৮ সালে। কূটনীতিকরা বলেছেন, যুক্তরাষ্ট্র এই কাজটি করতে পারে আগামী সপ্তাহের শুরুর দিকে। কিন্তু এক্ষেত্রেও কঠিন প্রতিদ্বন্দ্বিতা, প্রতিরোধের মুখে পড়তে পারে তারা।

Advertisement