নেইমার ফিরলেও হারল পিএসজি, হালান্ডের রেকর্ড

ব্রিট বাংলা ডেস্ক :: উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে নেইমারের ফেরার মঞ্চে নায়ক হয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান স্ট্রাইকার এর্লিং হালান্ড। তাঁর রেকর্ড গড়া দুই গোলে পিএসজি ধরাশায়ী হয়েছে ২-১ ব্যবধানে। এছাড়া ফিরে আসা নেইমারও একটি গোল দেন।

মঙ্গলবার রাতের খেলায় জার্মানির ক্লাবটির হয়ে জোড়া গোল করলে চ্যাম্পিয়নস লিগে হালান্ডের গোল দাঁড়ায় ১০টিতে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১০ গোল করার কৃতিত্ব দেখালেন ১৯ বছর বয়সী এই ফুটবলার। হালান্ড এর আগে এফসি সলসবার্গের হয়ে গ্রুপ পর্বে ৮ গোল করেছিলেন। এরপর যোগ দেন বরুসিয়া ডর্টমুন্ডে।

খেলা শুরুর ৩০ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল ডর্টমুন্ড। কিন্তু দক্ষতার সঙ্গে জ্যাদন সানচোর নেওয়া শট ফিরিয়ে দেন পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস।

কিছুক্ষণের মধ্যেই গোলের সুযোগ পেয়েছিলেন হালান্ডও। কিন্তু জালের নাগাল পাননি।

গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। তবে বিরতির পর ৬৯ থেকে ৭৭ মিনিটের মধ্যে তিনটি গোল হয়।

খেলার ৬৯ মিনিটে গোলরক্ষকের হাতের সামনে থেকে বাম পায়ের কারসাজিতে গোল দিয়ে ডর্টমুন্ডকে এগিয়ে নেন হালান্ড।

হালান্ড অবশ্য বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। ৭৫ মিনিটের মাথায় কালিয়ান এমবাপের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে সমতা ফেরান নেইমার।

সমতা অবশ্য দুই মিনিটও স্থায়ী হয়নি। ৭৭ মিনিটে পাল্টা আক্রমণে নিজের জোড়া গোল পূর্ণ করে রেকর্ড গড়েন। তাকে গোলে সহায়তা করেন জিও রেয়ান।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বরুসিয়া ডর্টমুন্ড।

Advertisement