নেতৃত্ব ছাড়লেন মোমিনুল

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে থাকতে চাচ্ছেন না মুমিনুল হক। বিষয়টি তিনি বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনকে জানিয়ে দিয়েছেন। মঙ্গলবার (৩১ মে) গুলশানে পাপনের বাসায় দু’জনের আলাপের পর এমনটি জানিয়েছেন মুমিনুল নিজেই। তবে বোর্ড সভাপতি তাকে অধিনায়ক হিসেবে থাকতে বলেছেন। মুমিনুল চাচ্ছেন না থাকতে। আগামী ২ জুন বিসিবির বোর্ড সভায় চূড়ান্ত হবে সব কিছু।বিসিবি সভাপতির সাথে কী আলাপ হলো আপনার- এমন প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, ‘আমি তাকে (বিসিবি সভাপতি) বলেছি, গত কয়েকটি সিরিজে ক্যাপ্টেন হিসেবে আমি তেমন অবদান রাখতে পারিনি। দলকেও উদ্বুব্ধ করতে পারছি না। নতুন কাউকে দায়িত্ব দেয়া ভালো হবে। আমি বলে আসছি, বাকিটা তারা সিদ্ধান্ত নেবেন।’

‘উনি তেমন কিছু বলেননি। আমার জন্য একটু বিরতি হলে ভালো। আমি ব্যাটিংয়ে মনোযোগ দিতে চাচ্ছি। সামনে বোর্ড মিটিং আছে। ওনারা সেখানে সিদ্ধান্ত নেবেন।কারো ভয়ে এমন সিদ্ধান্ত? মুমিনুল জানালেন, ‘না কারো ভয়ে না। একজন ক্যাপ্টেন হিসেবে যখন ভালো খেলবেন তখন টিম রেজাল্ট না করলেও টিমকে মোটিভেট করতে পারবেন। আমিও ভালো করতে পারছি না, টিমও রেজাল্ট করতে পারছে না, সেখানে ক্যাপ্টেন্সি করা কঠিন। অনেস্টলি চিন্তা করলে ব্যাটিংয়েই মূল মনোযোগ দিতে চাই।বাজে ফর্মের কারণে নিজ থেকে সরে যাচ্ছেন মুমিনুল। কিন্তু তার নেতৃত্বে গত জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক একটি ম্যাচ জেতে বাংলাদেশ। সে প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘অতীতে কী হয়েছে সেটা আলাদা কথা। সামনের দিকে তাকাতে হবে।’ কে হতে পারেন নতুন টেস্ট ক্যাপ্টেন। সে বিষয়ে মুমিনুল কোন সাজেশন দেননি বিসিবি সভাপতিকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিদ্ধান্ত নেবে বিসিবি। দুই তারিখ বোর্ড সভা রয়েছে। সেখানে সবকিছু ফয়সালা হবে।সব শেষে বোর্ড সভাপতি তাকে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। তবে তাতে সায় দেননি মুমিনুল। তিনি বলেন, ‘বোর্ড থেকে ক্যারি অন করতে বলা হয়েছে, বাট আমি কন্টিনিউ করতে পারছি না। কোনো অভিমান নাই।’

Advertisement