‘নো বল’ ধরতে আইসিসির নতুন নিয়ম

ব্রিট বাংলা ডেস্ক :: পায়ের ‘নো বল’ ধরার ক্ষেত্রে শতভাগ সফল হতে পারেন না অন ফিল্ড আম্পায়ার। মাঝে মাঝে দেখা যায়, ব্যাটসম্যান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। সে সময় টিভি রিপ্লেতে দেখা যায় বোলারের করা নো বলটি আম্পায়ারের চোখ এড়িয়ে গেছে। এ সমস্যা থেকে বের হয়ে আসতে নো বলের দায়িত্ব দেয়া হয়েছে থার্ড আম্পায়ারকে।

মোট তিন ধাপে পরীক্ষামূলক ভাবে ১২ ম্যাচে থার্ড আম্পায়ারকে নো বল ধরার দায়িত্ব দেয় আইসিসি। এ পরীক্ষায় শতভাগ সফলতাও আসে। তাই প্রথমবার বড় কোন আসরে এ পদ্ধতি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ২১শে ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নো বল ধরার দায়িত্বে থাকবেন থার্ড আম্পায়ার।

Advertisement