ব্রিট বাংলা ডেস্কঃ১৫ই জানুয়ারী রোজ সোমবার লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে পতন উষার ওয়েলফেয়ারএসোসিয়েশনের কার্যকরী কমিটি আয়োজিত এক আলোচনা সভাএবংসংগঠনেরপরবর্তি কার্যক্রমকে কিভাবেএগিয়ে নেয়া যায় তার উপর ভিত্তি করে এক
সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ইমদাদ রাহাতের সভাপতিত্বে এবং
আফসার বক্ত চৌধুরী রাসেলের পরিচালনায় সংঘঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয় এবং সভায় সর্ব সম্মতি ক্রমে ময়নুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং
আফসার বক্ত চৌধুরী রাসেলকে সাধারন সম্পাদক করে
আগামি দুই বছরের জন্য (২০১৮/১৯ ) সালের১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় ।
সম্মানিত সদস্যবৃন্দ
ইমদাদ রাহাত
সরফরাজ খান সফি
আব্দুল হাই চৌধুরী রাজু
ইসহাক আকাশ জাকির
সোহেল আহমেদ সাজাদ
রায়হান জামান খাঁন
খাজা রুহুল হুদা চৌধুরী রাজন
রুবেল চৌধুরী
বাশার আহমেদ
লুৎফুর রহমান
জাকারিয়া আহমেদ
ইশতিয়াক চৌধরী
আসাদুর রাজা সুমন
সম্মানিত উপদেষ্টা
ইসহাক কাজল
ফখর উদ্দিন চৌধুরী
লিয়াকত খাঁন
ছয়ফুল খাঁন
ছালেকুর রহমান চৌধুরী
আতিকুর রশীদ চৌধুরী সিপার
সুমেল চৌধুরী
আলাউর রহমান খাঁন শাহীন
তরিকুর রশীদ চৌধুরী শওকত