পদ্মাসেতু আত্মমর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী

পদ্মাসেতুকে বাঙালির আত্মমর্যাদার প্রতীক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার স্বপ্নের মুন্সীগঞ্জের মাওয়াপ্রান্তে সুধীসমাবেশে পদ্মাসেতুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “পদ্মাসেতু শুধুমাত্র একটি অবকাঠামো নয়, গৌরব, সক্ষমতা আর আত্মমর্যাদার প্রতীক।”সকাল ১০টায় ‘মাথা নোয়াবার নয়, বাঙ্গালি যেহেতু; বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে পদ্মা সেতু’ থিম সংয়ের মধ্যে দিয়ে শুরু হয় উৎসবের আয়োজন।সমাবেশে সভাপতিত্ব করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।পদ্মাসেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন না হওয়ায় ড. মোহাম্মদ ইউনুসের দেশবিরোধী তৎপরতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যাদের আত্মবিশ্বাসের দৈন্যতা ছিলো, তাদের প্রতি কোন অভিযোগ নেই। বিশ্ব মোড়লদের উচিৎ এদেশ থেকে শিক্ষা নেওয়া।তিনি বলেন, বাংলাদেশের জনগণই আমার সাহসের ঠিকানা।পদ্মাসেতুর কাজ বন্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের শুভবুদ্ধির উদয় হবে বলে আশষা প্রকাশ শেখ হাসিনা।পদ্মাসেতুর নির্মাণপদ্ধতি প্রকৌশলীদের পাঠ্য হতে পারে জানিয়ে শেখ হাসিনা যারা নির্মাণের সাথে জড়িত, যারা জমি উৎসর্গ করেছিল, দেশবাসী যারা সাহস জুগিয়েছে তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানান।পদ্মাসেতু জাতির অহংকার, গর্বের, সৃজনশীলতা ও প্রত্যয়ের। সেতুর ৪২টি স্তম্ভ বিকশিত বাংলাদেশের প্রতিচ্ছবি,” বলেন তিনি।বক্তব্যের পর প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকেট এবং বাংলাদেশ ব্যাংকের স্মারক নোট অবমুক্ত করেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সেতুর একটি রেপ্লিকা উপহার দেওয়া হয় প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে।পরে দক্ষণ এশিয়ার সবচেয় বড় সেতু, পদ্মা সেতু নির্মানের সাথে যুক্ত প্রকৌশলী, কলাকুশলীদের সাথে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।

দিনের কার্যসূচি অনুযায়ী, বেলা ১১টায় মাওয়া পয়েন্টে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।বেলা ১১টা ১২ মিনিটে মাওয়া পয়েন্টে নির্ধারিত টোল পরিশোধের মাধ্যমে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের পর আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।এরপর মাওয়া পয়েন্ট থেকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টের উদ্দেশে যাত্রা করবেন বেলা ১১টা ২৩ মিনিটে। বেলা ১১টা ৪৫ মিনিটে জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও ম্যুরাল-২ এর উদ্বোধনী ফলক উন্মোচনের পর মোনাজাতেও যোগ দেবেন তিনি।এরপর প্রধানমন্ত্রী শরীয়তপুরের জাজিরা প্রান্ত থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠাল বাড়িতে যাবেন। সেখানে তিনি আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন।পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশাল সমাবেশে প্রায় ১০ লাখ মানুষ যোগ দেবে বলে জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক।জনসভা শেষে জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ তে যাবেন। সেখান থেকে তিনি হেলিকপ্টারে ঢাকায় ফিরে আসবেন।

Advertisement