পর্যটকদের জন্য ব্রিটেনের নর্থাম্পটনের বিলিং এ্যাকুয়াড্রোম একটি আকষর্ণীয় স্থান

এহসানুল ইসলাম চৌধুরী শামীম:পর্যটকদের জন্য ব্রিটেনের নর্থাম্পটনের বিলিং এ্যাকুয়াড্রোম একটি আকষর্ণীয় স্থান।

তাই ব্রিটেনের বিভিন্ন স্থান থেকে এখানে ভীড় জমে থাকে বিপুলসংখ্যক পর্যটকের। বিলিংএ্যাকুয়াড্রোম লেইক দূইশত   পয়ত্রিশএকর জায়গা জুড়ে অবস্থিত।

এই লেইক পর্যটকদের জন্য আকষর্ণীয় জায়গা।

বিশাল এ লেইকে প্রতিদিন ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রচুর সংখ্যক পর্যটকরা আছেন। পর্যটকরা এই লেইক দেখে মুগ্ধ হন। নর্থাম্পটনের স্পেনসারের প্রেমবুক রোডের বসিন্দা টেইলাস মাস্টারস মঈনুল হক বলেন,অবসর সময়ে পরিবার পরিজন নিযে বিলিং এ্যাকুয়াড্রোম লেইকে আসি খুব ভালো লাগে। আসলেই এই লেইক দেখার মত।বিলিং এ্যাকুয়াড্রোম লেইকের পাশে প্রতি বছর নানা ধরনেরই অনুষ্ঠান হয়। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ধরনের রেনরোভার শো ও আমেরিকান কার শো এই লেইকের পাশে হয়।বেলুন উৎসব ও হয়। বিলিং এ্যাকুয়াড্রোম লেইকে অনেক নুরি পাথর আছে।

বিলিং এ্যাকুয়াড্রোম লেইকে রাত যাপনের জন্য আছে কেরাবেন।আছে সারি সারি বোট। বিলিংএ্যাকুয়াড্রোম লেইকে প্রায়

পঞ্চাশটি বোট আছে। এই বোট ভাড়া করে অনেকেই রাত যাপন করেন। বোট ভাড়া বছরে দুই হাজার তিনশত পঞ্চাশ পাউন্ড।বোটে রাত যাপন কারী কয়েক জন জানান,বোটে রাত যাপন আলাদাই আনন্দ।

বোটে খাবার দাবার সহ সব কিছুর ব্যবস্থা আছে।
অনেকেই লেইকে বোট চালিয়ে আনন্দ পান।আবার অনেকেই মাছ শিকার করে আনন্দ পান।বিলিংএ্যাকুয়াড্রোম লেইকে ভালো মানের হোটেল ও আছে।একদিনের জন্য বেরিয়ে আসতে পারেন বিলিংএ্যাকুয়াড্রোম লেইকে। এটি দেখে সবাই মুগ্ধ হবেন।

Advertisement