পাঁচ অনুপ্রবেশকারীকে সীমান্তে গুলি করে মারল বিএসএফ

ব্রিট বাংলা ডেস্ক :: ভারত-পাকিস্তান সীমান্ত পার করে অনুপ্রবেশের চেষ্টাকালে পাঁচজনকে গুলি করে মেরেছে ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ)। পাঞ্জাব সীমান্তে ঘটনা ঘটেছে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে আজ শনিবার ভোরে। ডাল বর্ডার আউটপোস্ট দিয়ে ওই অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশের চেষ্টা চালাচ্ছিল বলে দাবি করেছে বিএসএফ।

সন্দেহভাজন কয়েকজনকে অনুপ্রবেশ করতে দেখার পর গুলি চালায় বিএসএফ। ভোর ৪ টা ৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত পাঁচজনের দেহ উদ্ধার করা হয়েছে। আর কেউ ওই দলে ছিল কি না, সে ব্যাপারে জানতে তল্লাশি চালাচ্ছে বিএসএফ।

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের মরদেহের পাশ থেকে একে ৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।

বিএসএফ এক টুইটে জানিয়েছে, আজ শনিবার ভোরে সন্দেহভাজন কিছু লোককে ঘোরাফেরা করতে দেখে বিএসএফের ১০৩ নম্বর ব্যাটেলিয়ন। এরপর আত্মরক্ষার স্বার্থে গুলি চালায় জওয়ানরা। পাঁচ অনুপ্রবেশকারী নিহত হয়েছে।

বিএসএফ’এর দাবি, রাইফেল নিয়ে লম্বা লম্বা ঘাসের আড়াল দিয়ে লুকিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল তারা। গত এক দশকে এতজন অনুপ্রবেশকারীকে একসঙ্গে মারার ঘটনা ঘটেনি পাকিস্তান সীমান্তে।

Advertisement