বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। জোরালো হচ্ছে জেলার পর জেলায় লকডাউন। আর এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সমাজের খেটে খাওয়া মানুষেরা। ব্রিটেনভিত্তিক চ্যারিটি সংস্থা হিউমান রিলিফ ফাউন্ডেশন আসন্ন রমজান মাসকে সামনে রেখে হবিগঞ্জ সদরের ১নং লোকরা ইউনিয়নের আঁশেরা পানরাইলসহ মোট ৮টি গ্রামের ৪০০ পরিবারকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, আটা, লবণ, সাবানসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করেছে।
প্রবাসী সাইফুল আহমেদের উদ্যোগে পানরাইল এলাকায় দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদরের এডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার মাসুদ রানা, জেলার যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, ১ নং লোকরা ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ আহমেদ সহ এলাকার বিশিষ্টজনেরা। এ সময় যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আহমেদ দুঃস্থ মানুষের কল্যাণে সকল প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান।