পাবজিসহ সব ক্ষতিকর অনলাইন গেম বন্ধে হাইকোর্টের নির্দেশ

দেশে পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকর সব অনলাইন গেম বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে টিকটক ভিগোসহ অন্যান্য অ্যাপস কেন বন্ধ করা হবে না জানতে চেয়ে ১০ দিনের রুল জারি করা হয়েছে।সোমবার (১৬ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা নতুন এই রুল জারি করেন।তরুণদের ওপর বিরূপ প্রভাব ফেলে এমন যুক্তিতে সম্প্রতি নেপালে পাবজি নিষিদ্ধ করে দেশটির আদালত। এছাড়া ভারতের বেশ কয়েকটি রাজ্যেও এই গেম খেলার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এমনকি গেমটি খেলার জন্য কয়েকজনকে গ্রেফতারও করেছিল ভারতের পুলিশ। এ দিকে, বাংলাদেশেও পাবজি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। তবে পরে তা আবার চালু করা হয়।

Advertisement