ব্রিট বাংলা ডেস্ক : তুরস্কের কুর্দিপন্থি এমপি ওমর ফারুক গারগেরিওগ্লুকে রোববার পুলিশ দিয়ে সংসদ ভবন থেকে টেনেহিঁচড়ে বের করে দেওয়া হয়েছে।
এর আগে তার সংসদ সদস্য পদ কেড়ে নেওয়া হয়, কিন্তু তিনি সংসদ ভবন ত্যাগ করতে অস্বীকৃতি জানান। এর পর সরকার তাকে পুলিশ দিয়ে সংসদ ভবন থেকে বের করে দেয়। খবর আল আরাবিয়া নিউজের।
তুরস্কের কুর্দিপন্থি পিপলস ডেমোক্র্যাটিক পার্টি বা এইচডিএফ রোববার এক বিবৃতিতে এ আটকের খবর নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে— প্রায় ১০০ পুলিশ গারগেরিওগ্লুকে সংসদ ভবন থেকে টেনহিঁচড়ে নিয়ে যায়।
কোসায়েলি প্রদেশ নির্বাচিত এই সংসদ সদস্যকে অনলাইনে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগে ২০১৮ সালে দোষী সাব্যস্ত করা হয়। ২০১৬ সালে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া এক পোস্টের কারণে তাকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি তুরস্কের আপিল আদালত ওই রায় বহাল রাখেন। গত ১৫ মার্চ তুর্কি সংসদের স্পিকার গারগেরিওগ্লুকে জানান যে, তার সংসদ সদস্যপদ বাতিল করা হয়েছে। এর পর তাকে সংসদ ভবন থেকে বের করে দেওয়া হলো।