পূর্ব লন্ডনে হাসপাতালের ওয়ার্ডে জায়গা নাই, করিডোরে রোগী

পূর্ব লন্ডনের রমফোরড এলাকায় বিভিন্ন কমিনিতির মানুষের পাশাপাশি কয়েক হাজার বাংলাদেশি পরিবারও বসবাস করে। এই এলাকার হাসপাতাল কুইন্স হসপিটাল। ১০ জানুয়ারি, মঙ্গলবার, হসপিটালের ইমারজেন্সি বিভাগের করিডোরের দৃশ্য এটি। ওয়ার্ডে জায়গা নেই, তাই রোগীদের কোরিডরেই রাখা হয়েছে। এই হাসপাতালে এখন অস্বাভাবিক পরিস্থিতিই স্বাভাবিকে পরিণত হয়েছে। কোরিডরে রোগীদের সেবা দেয়ার বিষয়টি এখানে এতোটাই নিয়মিত হয়ে গেছে যে, কিছু নার্সকে ডাকাই হয় ‘কোরিডর নার্স’ বলে।১০ জানুয়ারি বিবিসি’র প্রতিবেদক যখন কুইন্স হসপিটালের ইমারজেন্সি বিভাগের করিডোরে ছিলেন, তখন প্রায় ২০ জন রোগীকে সেখানে সেবা হচ্ছিল। আরও রোগী তখনও আসছিল।ইমারজেন্সি বিভাগের ওয়ার্ড রোগীতে পূর্ণ। এখান থেকে অন্য মেইন হসপিটালের ওয়ার্ডে স্থানান্তরিত হওয়ার অপেক্ষায় আছেন তাঁরা। আট ঘণ্টা ধরে অন্য ওয়ার্ডে স্থানান্তরের অপেক্ষায় ছিলেন ওয়েনডি, ডেভিড এবং তাদের ছেলে বেন।দেশের অন্যান্য হাসপাতালের মতো এই হাসপাতালও সুস্থ রোগীদের ডিসচার্জ করতে পারছেনা। এই হাসপাতালে ১২০টি বেড ডিসচার্জ হওয়ার মতো রোগীদের দখলে। অর্থাৎ, প্রতিদিন ১২০জন নতুন রোগী নিতে পারছেনা এই হাসপাতাল।মহামারির দুই বছর পর হাসপাতালের ওপর এমন চাপ সৃষ্টি হবে, এখানকার স্বাস্থ্য কর্মীরা এমন আশা করেননি।তবে যত চাপই সৃষ্টি হোক না কেন, টিম ওয়ার্ক এর মাধ্যমেই পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছেন এই হাসপাতালের কর্মীরা।

Advertisement