পেনসিলভ্যানিয়ার আপিল আদালতেও হেরে গেলেন ট্রাম্প

ব্রিট বাংলা ডেস্ক :: পেনসিলভ্যানিয়ায় আপিল কোর্টেও হেরে গেলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেখানে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনকে বিজয়ী ঘোষণা আটকে দিতে আইনি ব্যবস্থা নিয়েছিলেন। মামলা করেছিলেন। সেই মামলা তথ্যপ্রমাণের অভাবে খারিজ করে দিয়েছে আপিল আদালত। ফলে পেনসিলভ্যানিয়াতে জো বাইডেনকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করার ক্ষেত্রে এখন আর কোনো বাধা রইল না। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, তিন বিচারকের প্যানেল ট্রাম্পের করা মামলা আমলে নেন। তারা যাচাই বাছাই করে দেখেন মামলার কোনো ভিত্তি নেই। রায়ে তারা বলেছেন, ভোট জালিয়াতির যে অভিযোগ করা হয়েছে ট্রাম্পের প্রচারণা টিম থেকে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ উত্থাপন করতে পারেনি তারা।

এই রায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আরো বড় একটি আঘাত। তিনি নির্বাচনে পরাজয় স্বীকার না করলেও বৃহস্পতিবার বলেছেন, যদি বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয় তাহলে তিনি সরে যাবেন। এমন বক্তব্যের পর তিনি শুক্রবার আবার বড় রকম ভোট জালিয়াতির অভিযোগ উত্থাপন করেন। এরপরই সুর পাল্টে ফেলেন। আবার টুইট করেন, যদি বাইডেন হাস্যকর ৮ কোটি ভোট জালিয়াতি করা হয়নি বা অবৈধভাবে তিনি এই ভোট পাননি- এটা প্রমাণ করতে পারেন, শুধু তাহলেই তিনি প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে প্রবেশ করতে পারবেন।

Advertisement