পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করলে সবাইকে মূল্যায়ন করা হবে : আবুল কালাম আজাদ

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ বলেছেন, প্রত্যেকেরই কাজের মূল্যায়ন করা হবে যদি সে তার কাজ সঠিকভাবে সম্পন্ন করে এবং পেশাদারিত্ব বজায় রাখে।
তিনি বলেন, “প্রত্যেকের কাজের মূল্যায়ন করা হবে যদি সে তার কাজ সঠিকভাবে করে এবং পেশাদারিত্ব বজায় রাখে। আপনারা সঠিকভাবে আপনার কাজ করুন। আমি আপনার সাথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।ডিইউজে বাসস ইউনিটের প্রধান তারেক আল নাসেরের সভাপতিত্বে গত রোববার জাতীয় সংবাদ সংস্থার বোর্ডরুমে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বাসস ইউনিটের নবনির্বাচিত নেতা ও সদস্যদের প্রথম সাধারণ সভায় বক্তৃতাকালে বাসস প্রধান এ কথা বলেন।ডিইউজে বাসস ইউনিটের ডেপুটি ইউনিট প্রধান কাজী গোলাম আলাদিন (তানভীর আলাদিন) এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ইউনিট সদস্য আনিসুর রহমান, মধুসূদন মন্ডল, রুহুল গণি সরকার জ্যোতি, কানাই চক্রবর্তী, মাহফুজা জেসমিন, গোলাম মঈন উদ্দিন, ওয়াহিদুজ্জামান মিয়া, আতাউর রহমান, শহীদুল ইসলাম রানা, মহিউদ্দিন কাদের, ঈহিতা জলিল ও রাইদা কাইয়ুম।বক্তারা ডিইউজে বাসস ইউনিটের সদস্যদের দাবি পূরণের জন্য বাসস কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Advertisement