প্রধান বিচারপতি হলেন নর্থাম্পটনের কৃতি সন্তান বিচারপতি ইমান আলী

এহসানুল ইসলাম চৌধুরী শামীম:ব্রিটেনের নর্থাম্পটনে কৃতি সন্তান বিচারপতি মোহাম্মদ ইমান আলী২৪ নভেম্বর শনিবার থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।
বিচারপতি ইমান আলী ছোটবেলায় ব্রিটেনে এসেছিলেন।

ছোট থেকে বড় হয়ে উঠেছেন ব্রিটেনের নর্থাম্পটন ও ওয়েলিংবরায়।ব্রিটেন থেকে ব্যারিস্টারী পাশ করে চলে যান বাংলাদেশে।

সময় ও সু্যোগ হলে চলে আসেন তার প্রিয় শহর ব্রিটেনের নর্থাম্পটনে।

আগামী বছরের জানুয়ারী মাসে ব্রিটেন আসবেন বিচারপতি মোহাম্মাদ ইমান আলী।
ইমান আলীর বাবা ব্রিটেনের নর্থাম্পটনের এক সময়ের নামকরা রেস্টুরেন্ট ব্যবসায়ী ও প্রবীন মুরব্বী ইসরাঈল আলী।

তাদের মহারাজা রেস্টুরেন্ট সহ অনেক নামীদামী রেস্টুরেন্ট ছিলো।
বিচারপতি মোহাম্মদ ইমান আলীর বাংলাদেশের বাড়ী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের অানুজানি গ্রামে।
গত বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুপস্থিতিতে ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অথবা প্রধান বিচারপতির বিদেশ যাত্রার তারিখ থেকে পুনরায় নিজ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।
বিচারপতি মোহাম্মদ ইমান আলী বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আপিল বিভাগের প্রবীণতম বিচারক।

Advertisement