ব্রিট বাংলা ডেস্ক :: সিরিয়ায় ইরান-সমর্থিত দুটি বিদ্রোহী মিলিশিয়া গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বৃহস্পতিবারের এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশনায় হামলাটি চালানো হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।
জন কিরবি আরো বলেন, মার্কিন ও যৌথ বাহিনীর ওপর সম্প্রতি যে রকেট হামলা হয়েছে, তার জবাব দিতেই যে শুধু বাইডেন এটি অনুমোদন দিয়েছেন তা নয়; বরং মার্কিন সেনাদের ওপর হুমকির বিষয়টিকেও মোকাবিলা করতে বলেছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র খবরে বলা হয়, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার পর তার নির্দেশে জানামতে এটাই প্রথম হামলা।
Advertisement