প্লাস্টিক কারখানায় আগুন: নিহতের সংখ্যা বেড়ে ২০

ব্রিট বাংলা ডেস্ক :: দক্ষিণ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় সোহান (১৯) নামের আরও এক কর্মচারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় ২০ জনের মৃত্যু হল। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও ১৩ জন।

আজ বুধবার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সোহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডাঃ সামন্ত লাল সেন জানান, তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিলো।

ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ডা. আবুল কালাম জানান, আমরা আমেরিকার ন্যায় সর্বোচ্চ চিকিৎসা দিয়ে আসছি। কিন্তু, দগ্ধ রোগীদের বাঁচাতে পারছি না। সবার শ্বাসনালী পুড়ে গেছে। তাদের বাঁচানো খুবই কঠিন। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, বুধবার (১১ ডিসেম্বর) বিকালে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কারখানা মালিক নজরুল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা হলেও এখন পর্যন্ত পুলিশ তাকে আটক করতে পারেনি।

Advertisement